বুধবার, ১৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

ইন্টার্ন চিকিৎসকদের করা মামলা প্রত্যাহারের দাবি

মৃত নারীর স্বজনদের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হাতাহাতির ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন মৃত চেয়ারুন্নেছার স্বজনরা। গতকাল খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি করেন মৃতের স্বামী মাওলানা আবদুর রাজ্জাক। তিনি বলেন, শনিবার রাত ৩টার দিকে হাসপাতালে চিকিৎসার অবহেলায় তার স্ত্রী মৃত্যুবরণ করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ইন্টার্ন ডাক্তারদের সঙ্গে হাতাহাতি হয়। তারা আমার স্ত্রীর লাশ আটকে রেখে দুই ছেলেকে পুলিশে সোপর্দ করে। ক্ষুব্ধ এলাকাবাসী দৌলতপুর নতুন রাস্তা মোড়ে অবরোধ তৈরি করলে ১১ ঘণ্টা পর পুলিশ দুই ছেলেকে ছেড়ে দেয়। কিন্তু অপর দুই ছেলের বিরুদ্ধে মারধর ও ভাঙচুরের অভিযোগে ইন্টার্ন ডাক্তাররা মামলা করেছেন। যা সম্পূর্ণ মিথ্যা ও অমানবিক। তিনি মানবিক দিক বিবেচনা করে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। সংবাদ সম্মেলনে তার দুই ছেলে মো. তরিকুল ইসলাম ও সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত রবিবার বিকালে ইন্টার্ন চিকিৎসক প্রীতম কর্মকার সোনাডাঙ্গা থানায় মামলা করেন। তিনি উল্লেখ করেছেন- চিকিৎসাধীন অবস্থায় রোগীর স্বজনদের জানানো হয় যে আপনাদের রোগীর অবস্থা ভালো নয়।

 একপর্যায় তাদের মায়ের মৃত্যু হলে ছেলেদের জানানো হলে তারা চিকিৎসকদের কিল-ঘুষি মারে। ডাক্তার মনিশ কান্তি দাস মেঝেতে পড়ে গেলে চেয়ার নিয়ে তাকে আঘাত করতে গেলে ঠেকাতে গিয়ে তিনি রক্তাক্ত জখম হন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর