শনিবার, ২৮ মে, ২০২২ ০০:০০ টা

মাদকরোধে কঠোরতর হতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি

মাদকরোধে কঠোরতর হতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেছেন, মাদকরোধে কঠোর হতে কঠোরতর হতে হবে। অপরাধীদের কোনো দলীয় পরিচয় নেই, থাকতে পারে না। অপরাধীর রাজনৈতিক পরিচয় যা-ই হোক তাকে আইনের আওতায় আনতে হবে।

গতকাল বেলা ১১টায় কক্সবাজারের রামুতে বিজিবি কক্সবাজার রিজিয়ন মাঠে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে ২৪ ধরনের মাদক আসে প্রতিবেশী দেশ ভারত এবং মিয়ানমার থেকে। এর মধ্যে অধিকাংশই আসে মিয়ানমার থেকে। এ জায়গাটিতে আমাদের খেয়াল রাখতে হবে।    দেশকে বাঁচাতে, যুব সমাজকে বাঁচাতে, আমাদের কঠোর  হওয়া ছাড়া বিকল্প নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, সীমান্ত হচ্ছে চ্যালেঞ্জিং।  মিয়ানমার সীমান্ত রয়েছে ২৭৪ কিলোমিটার। সীমান্তে কাজ করা অনেক দুরূহ ব্যাপার। তাই বিজিবিকে হেলিকপ্টার থেকে শুরু করে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের ব্যবস্থা করা হচ্ছে।    সীমান্ত সড়কের কাজও এগিয়ে চলছে।

অনুষ্ঠানে কক্সবাজার রিজিয়নের অধীনস্থ ব্যাটালিয়ন কর্তৃক বিগত এক বছরের মালিকবিহীন উদ্ধার আনুমানিক ৩৯৫ কোটি ৭৬ লাখ ৪৭ হাজার ৫৭৫ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে  ৯০ লাখ ৮০ হাজার ৪৭৭টি ইয়াবা, ২৩ কেজি ৭৫২ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৬ হাজার ৭৬৭ ক্যান বিয়ার, ১ হাজার ৩৩৯ বোতল মদ, ১৫৪ বোতল ফেনসিডিল, ২০৬ লিটার বাংলা মদ, ১৭ কেজি গাঁজা, ৪৮ হাজার ১৯টি বিভিন্ন প্রকার ট্যাবলেট, ১০ হাজার ৯৮৪ প্যাকেট সিগারেট এবং ৭ বোতল অ্যামোনিয়াম সালফার।

বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজম-উস-সাকিবের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে কক্সবাজারের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, কানিজ ফাতেমা আহমেদ, সেনাবাহিনীর রামু-১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. ফখরুল আহসান, কক্সবাজার ত্রাণ ও রোহিঙ্গা প্রত্যাবাসন কমিশনার রেজোয়ান হায়াত, কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকতা, উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর