খুলনায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত পিবিআই পরিদর্শক মঞ্জুরুল হাসান মাসুদকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মোসা. দিলরুবা সুলতানা জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর আদালত চত্বর থেকে দ্রুত একটি ইজিবাইকে করে তাকে কারাগারে নেওয়া হয়। এ সময় তিনি মাথায় ক্যাপ ও মুখে কালোরঙের মাস্ক পরে নিজেকে আড়াল করার চেষ্টা করেন।
রাষ্ট্রপক্ষে আইনজীবী অলোকা নন্দা দাস জানান, মামলার আসামি মাসুদ গত ২৬ মে উচ্চ আদালত থেকে দুই সপ্তাহের অন্তর্বর্তী জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হলে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিনের আবেদন করেন। এ সময় দুই পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
জানা যায়, ফেসবুক সংক্রান্ত সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে গত ১৫ মে মাসুদ ওই কলেজছাত্রীকে নগরীর ছোট মির্জাপুরের একটি অফিসকক্ষে ধর্ষণ করেন। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে মাসুদের বিরুদ্ধে খুলনা সদর থানায় মামলা করেন। এরপর থেকে মাসুদ খুলনার কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।