জাতীয় আয়োজনের সঙ্গে সমন্বয় রেখে ১২ থেকে ১৫ জুন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন। গতকাল নগর ভবনে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত কেন্দ্রীয় অ্যাডভোকেসি ও সাংবাদিক ওরিয়েন্টেশন সভায় এ তথ্য জানানো হয়। চার দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে ঢাকা উত্তর সিটির ৬-১১ মাস বয়সী ১ লাখ ২৬ হাজার ৩৬৩ শিশুকে ১টি নীল রঙের ভিটামিন ক্যাপসুল (১ লাখ আইইউ) এবং ১২-৫৯ মাস বয়সী ৫ লাখ ৪৯ হাজার ২৫৬ শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ (২ লাখ আইইউ) ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ক্যাম্পেইন চলাকালে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১ হাজার ৯০৫টি কেন্দ্রের মাধ্যমে ৫ হাজার ৮৮০ স্বেচ্ছাসেবক ও ১৮৩ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে এ কর্মসূচি পালন করা হবে বলে সভায় জানানো হয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা যোবায়েদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।