বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২ ০০:০০ টা

বাস উল্টে পথচারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনানীতে ঢাকা-ময়মনসিংহ সড়কে ইমাম পরিবহনের একটি বাস উল্টে এক পথচারীর মৃত্যু হয়েছে। তার নাম রঞ্জু শেখ (৩৫)। তিনি একটি ভবনের সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতেন। তার বাড়ি রাজবাড়ীতে। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। গতকাল ভোর সাড়ে ৫টায় বনানী কবরস্থান সংলগ্ন ২৩ নম্বর রোডের উল্টোপাশে এ দুর্ঘটনা ঘটে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বলেন, ঘটনার পর থেকে গাড়ির চালক ও হেলপার পলাতক। তবে ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

আমরা ধারণা করছি নিহত ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় বাসের চালক ব্রেক করলে বাস উল্টে যায়। এতে ওই ব্যক্তি চাপা পড়ে মারা যান। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বাসটি বেপরোয়া গতিতে চলছিল।

এদিকে গুলশান ট্রাফিক জোনের সহকারী কমিশনার (এসি) মোস্তাফিজুর রহমান জানান, ট্রাফিক বিভাগের সদস্যদের ডিউটি শুরু হয় সকাল ৬টায়। তার আগেই ঘটনাটি ঘটেছে।   

সর্বশেষ খবর