সপ্তাহের প্রথম দিনের লেনদেনে শেয়ারবাজারে সূচকের উত্থান হয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণ। ডিএসইতে লেনদেন বেড়ে পাঁচ কার্যদিবস পর আবারও ১ হাজার ৮০০ কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে। ডিএসইতে ১০৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। দাম কমেছে ১৪০টির এবং ১২২টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৩৫ পয়েন্টে উঠে এসেছে। মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ৮১৩ কোটি ৯২ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ২৪২ কোটি ৭৭ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৫৭১ কোটি ১৫ লাখ টাকা। ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মার শেয়ার। কোম্পানিটির ২২০ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১১ টাকা ৫০ পয়সা বেড়ে ১২৭ টাকা ৭০ পয়সায় লেনদেন শেষ হয়েছে প্রতিষ্ঠানটির। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো লিমিটেডের ১৩৪ কোটি ১ লাখ টাকার লেনদেন হয়েছে। ৭৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে জেএমআই হসপিটাল অ্যান্ড রিকুইজিট ম্যানুফ্যাকচারিং। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৫৯ পয়েন্ট।