ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, আসন্ন দুর্গাপূজায় জঙ্গি হামলার আশঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছে না পুলিশ। এর মধ্যে বাড়ি ছেড়ে যাওয়া ৫০ যুবকের বিষয়টি নতুন করে ভাবাচ্ছে গোয়েন্দাদের। নাশকতার আশঙ্কা থেকে নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। যে কোনো ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গতকাল রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের পূজা উদযাপনে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব বলেন। ডিএমপি কমিশনার বলেন, নিরাপত্তা ঝুঁকি দুই ধরনের হয়। একটা হলো জঙ্গি হামলার আশঙ্কা। অন্যটা সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে সাধারণদের উসকানি দিয়ে বিশৃঙ্খলা করা। যে ৫০ জন ছেলে তাদের বাসা-বাড়ি ছেড়েছে। তারা কোথায় ট্রেনিং নিচ্ছে আমরা এখনো তা জানি না।