শনিবার, ২৯ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ঢাবির জমি সংস্কৃতি মন্ত্রণালয়কে দেওয়ার সুপারিশের প্রতিবাদ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকার পূর্বাচলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জন্য বরাদ্দ জমি থেকে অংশবিশেষ সংস্কৃতি মন্ত্রণালয়কে দেওয়া সংক্রান্ত সুপারিশের প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সংস্কৃতি মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির এমন সুপারিশকে ‘বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি বিরোধী’ উল্লেখ করে অবিলম্বে এ তৎপরতা বন্ধের দাবি জানিয়েছে সংগঠনটি। গতকাল ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানানো হয়। এর আগে, গত মঙ্গলবার সংস্কৃতি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি ঢাবিকে ঢাকার পূর্বাচলে রাজউকের বরাদ্দ করা ৫২ একর জমি থেকে ১০ একর জমি সংস্কৃতি মন্ত্রণালয়কে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবনা পাঠানোর সুপারিশ করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ জমি নিতে অপারগতা প্রকাশ করেছে, এমন দাবি তুলে সুপারিশ করা হয়। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, এ জমি নিতে তাদের কোনো অপারগতা নেই।

এমন তৎপরতাকে ‘অনভিপ্রেত’ আখ্যা দিয়ে শিক্ষক সমিতির বিবৃতিতে বলা হয়, এ ধরনের সুপারিশ ঢাবির উন্নয়ন প্রক্রিয়া ও দেশে শিক্ষা-গবেষণায় নতুন জ্ঞান সৃজনের ক্ষেত্রকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা। বিশ্ববিদ্যালয়ের জন্মলগ্নে বর্তমান ক্যাম্পাসে প্রায় ৬০০ একর জমি ছিল। কালক্রমে তা সংকুচিত হয়ে ২৫০ একরে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, সরকার ২০১৮ সালের ২১ জুন রাজউকের মাধ্যমে ঢাকার পূর্বাচলে ৫২ একর জমি বরাদ্দ দেয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর