সোমবার, ৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

৪৭২ কোটি টাকা অনিয়মের বিষয়ে জানতে চান হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহযোগী প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানির (এসএওসিএল) ৪৭২ কোটি ৭০ লাখ টাকা অনিয়মের যে সংবাদ প্রকাশ হয়েছে সে বিষয়ে জানতে রুল জারি করেছেন হাই কোর্ট। গতকাল বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। ‘৪৭.২ কোটি টাকা আত্মসাৎ করেছে বিপিসির সহযোগী প্রতিষ্ঠান’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ আমলে নিয়ে এই রুল জারি করেন হাই কোর্ট। প্রতিবেদনটি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান। দুদকের চেয়ারম্যান, বিপিসির চেয়ারম্যান, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানিকে ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আগামী ২০ নভেম্বর এ বিষয়ে শুনানির দিন ঠিক করে দিয়েছেন আদালত। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহযোগী প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানির (এসএওসিএল) ২১ অনিয়মের কারণে সরকার ৪৭২ কোটি ৭০ লাখ টাকা থেকে বঞ্চিত হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর