মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

দেড় হাজার কোটি টাকা বকেয়া আদায়ে গ্যাস সংযোগ কাটছে তিতাস

নিজস্ব প্রতিবেদক

দেড় হাজার কোটি টাকা বকেয়া আদায়ে গ্যাস সংযোগ কাটছে তিতাস

রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকা ও শিল্পপ্রতিষ্ঠানে বকেয়া থাকা প্রায় দেড় হাজার কোটি টাকার বিল আদায়ে অভিযানে নেমেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে গতকাল সকাল থেকে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযানে নামেন প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা। অভিযানে ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরাও আছেন। অভিযানে বাড্ডা, কুড়িল, দক্ষিণখান, উত্তরখান, উত্তরা ও গুলশানের বিভিন্ন এলাকার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার প্রক্রিয়া শুরু হয়। বিল আদায়ে তাগিদ দেওয়ার পরও যেসব গ্রাহক বিল পরিশোধ করছেন না তাদের লাইন বিচ্ছিন্ন করা হচ্ছে। তিতাস গ্যাসের ৩৬টি টিম অভিযানে কাজ করছে।

তিতাস কর্তৃপক্ষ জানায়, এর আগে সেপ্টেম্বর মাসে এক দফা গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার কাজ করা হয়। চলতি মাসের ৮ ও ৯ তারিখেও বেশ কয়েকটি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বাংলাদেশ প্রতিদিনকে তিতাসের মেট্রো ঢাকা রাজস্ব ডিভিশনের মহাব্যবস্থাপক মো. রশিদুল আলম বলেন, বিল আদায় করেননি এমন গ্রাহকের সংখ্যা হাজারের ওপরে। আমরা এমন অনেক গ্রাহক পেয়েছি যারা আর্থিকভাবে সচ্ছল কিন্তু শুধু অনীহার কারণে মাসের পর মাস গ্যাস বিল পরিশোধ করছেন না। আমরা পর্যায়ক্রমে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করব। প্রথমদিকে যাদের বিল লাখ টাকার ওপরে তাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

সর্বশেষ খবর