শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
বরিশাল জেলা পরিষদ

বদলির হিড়িক আতঙ্কে দুর্নীতিবাজ কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল জেলা পরিষদের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কে রয়েছেন। নতুন জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর গত ২২ নভেম্বর দায়িত্ব গ্রহণের পরপরই প্রধান নির্বাহী কর্মকর্তা বদলি হয়ে বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকারে যোগদান করেন। ওই পদে যোগ দিয়েই তিনি দুর্নীতিতে বিতর্কিত দুই উচ্চমান সহকারীকে বদলি করেছেন। এ নিয়ে নানা গুজব-গুঞ্জন ডালপালা মেলেছে। গত ১৭ অক্টোবর বরিশাল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন মহানগর আওয়ামী লীগ সভাপতি এ কে এম জাহাঙ্গীর। ১৪ নভেম্বর ঢাকায় তাকেসহ অন্য জেলা পরিষদ চেয়ারম্যানদের শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে প্রার্থিতা নিশ্চিত হওয়ার পরপরই জেলা পরিষদকে দুর্নীতি মুক্ত করে সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এ কে এম জাহাঙ্গীর।  জানা গেছে, গত ২২ নভেম্বর আনুষ্ঠানিক দায়িত্ব নিয়েই জেলা পরিষদের সম্পদের পুঙ্খানুপুঙ্খ হিসাব এবং রাজস্ব আয়ের বিভিন্ন খাতের পরিসংখ্যান তলব করেন নতুন চেয়ারম্যান।

সম্ভাব্য ঝামেলার আশঙ্কায় নভেম্বর মাসের শেষ দিকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব বদলি হয়ে বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় শাখার ভারপ্রাপ্ত পরিচালক পদে যোগ দেন। তিনি বিভাগীয় কমিশনার কার্যালয়ে যোগদানের পর ওই শাখা থেকে বরিশাল জেলা পরিষদের বিতর্কিত উচ্চমান সহকারী মোজাহিদুল ইসলাম ও উচ্চমান সহকারী ছরোয়ার হোসেনকে যথাক্রমে পিরোজপুর ও ঝালকাঠি জেলা পরিষদে বদলির আদেশ জারি করেন। তবে পুঙ্খানুপুঙ্খ হিসাব না পাওয়া পর্যন্ত বদলি হওয়া দুর্নীতিবাজ কর্মচারীদের ছাড়পত্র দেবেন না বলে জানিয়েছেন বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর