শিরোনাম
সোমবার, ২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

চট্টগ্রামে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

যৌন হয়রানি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দীনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে শিক্ষার্থীরা ব্যাপক বিক্ষোভ করেছে। তারা এই শিক্ষকের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।

গতকাল ওই বিদ্যালয়ের ফটকে শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন তাদের অভিভাবক এবং প্রাক্তন শিক্ষার্থীরাও। এ সময় স্থানীয় কাউন্সিলর উপস্থিত হয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশের আশ্বাস দেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রধান শিক্ষক আলাউদ্দীন প্রতিনিয়ত নানাভাবে শিক্ষার্থীদের যৌন হয়রানি করছেন। তিনি শিক্ষার্থীদের রুমে নানা অজুহাতে ডেকে নিয়ে হয়রানির চেষ্টা করেন। এ ছাড়াও ফেসবুক, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারেও নানাভাবে আকার ইঙ্গিতে কুরুচিপূর্ণ কথাবার্তা লেখেন।

এ সবের প্রতিবাদ করতে গেলে তিনি শিক্ষার্থীদের টিসি দেওয়ার ভয় দেখান, ফলাফল খারাপ হবে বলে হুমকি দেন।      সচেতন নাগরিক কমিটি (সনাক) চট্টগ্রাম চ্যাপ্টারের সহ-সভাপতি রওশন আরা চৌধুরী বলেন, ‘শুধু বাচ্চারা নয়; তাদের বাবা মায়েরাও এ বিষয়ে কথা বলতে অস্বস্তি বোধ করেন। কারণ উনি (আলাউদ্দিন) বিভিন্ন সময় বিভিন্নভাবে ভয়ভীতি দেখান। ওদেরকে বলা হয়, তোমাদের রেজাল্ট আটকে দেওয়া হবে। তোমাদের বহিষ্কার করা হবে। এ ঘটনাটা আজকে নতুন না, অনেক বছর ধরে চলছে। আমাদের দাবি- এই মুহূর্তে ওনাকে বহিষ্কার করতে হবে। চাকরিচ্যুত করতে হবে। উনি যাতে আর কোথাও চাকরি না পান- সে ব্যবস্থা করতে হবে।’

বিক্ষোভ চলাকালে সেখানে আসেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নূর মোস্তফা টিনু। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আমি শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলেছি। আগামীকাল উনাকে প্রত্যাহার করা হবে। আমি উনাকে ওএসডি করার জন্য অনুরোধ করেছি। উনার বিরুদ্ধে কিছু অভিযোগের সত্যতা পাওয়া গেছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর