মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

চতুর্থ গ্লোবাল কটন সামিট বাংলাদেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশন আয়োজিত দুই দিনব্যাপী চতুর্র্থ গ্লোবাল কটন সামিট অনুষ্ঠিত হয়েছে। গত শুক্র ও শনিবার রাজধানীর একটি হোটেলে তুলা আমদানিকারক, রপ্তানিকারক ও তুলা সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের নিয়ে এই সামিট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ আইউব সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) এমপি, বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি। এর আগে সামিট উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি। অনুষ্ঠানে আরও ছিলেন- আমেরিকান দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স হেলেন লা ফেভ, অস্ট্রেলিয়ান হাই কমিশনার জার্মি ব্রুয়ার, ব্রাজিল অ্যাম্বাসাডর পাউলো ফারনান্দো ডায়াস ফেরেস, এফবিসিসিআই সভাপতি মো. জসীম উদ্দিন, বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন প্রমুখ।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, বিকেএমইএ নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, শেখ মো. সামিউল ইসলাম ও মো. পাভেল হোসেন।

সামিটে অস্ট্রেলিয়া, ব্রাজিল, ফ্রান্স, জর্জিয়া, জার্মানি, ভারত, ইতালি, সংযুক্ত আরব আমিরাত, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, থাইল্যান্ড, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের স্টেক হোল্ডাররা অংশ নেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর