শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ছুটির দিনে জমজমাট গার্মেন্ট ও টেক্সটাইল মেশিনারি মেলা

রাশেদ হোসাইন

আনিসুর রহমান, চট্টগ্রাম থেকে ঢাকা এসেছেন আন্তর্জাতিক গার্মেন্ট ও টেক্সটাইল মেশিনারি প্রদর্শনীতে অংশগ্রহণ করার জন্য। চট্টগ্রামে তার নিজস্ব কারখানা রয়েছে। সামনে গরমের সময়। এ সময় তার কারখানা ঠাণ্ডা রাখার জন্য আধুনিক কুলিং মেশিন দরকার। আগের কুলিং মেশিন ম্যানুয়াল থাকায় এবার অটোমেটিক কুলিং নিয়ন্ত্রণের মেশিন খুঁজছেন। এ ছাড়া ২০ ফুটের মতো বড় সিলিংফ্যান ক্রয় করার আগ্রহ তার। এভাবেই বিভিন্ন স্থান থেকে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ভিড় করছেন বিভিন্ন উদ্যেক্তারা। গতকাল ছুটির দিন থাকায় মেলায় ভিড় বাড়ে। উদ্যোক্তারা বলছেন, গার্মেন্ট মেশিনারির সব জিনিস এক ছাতার নিচে পাওয়া যায়। ক্ষুদ্র পণ্য থেকে বৃহৎ সব কিছুই মেলায় পাওয়া যায়। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন বলেন, করোনার কারণে চার বছর পর মেলা অনুষ্ঠিত হচ্ছে। এবারের মেলায় বিশ্বের ৩৫টি দেশের ১ হাজার ২০০ প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় চতুর্থ শিল্প বিপ্লবের বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শনী হচ্ছে। অনেক উন্নত মেশিন মেলায় স্থান পেয়েছে। মেন ম্যাড ফাইবার ইঞ্জিনিয়ারিং পণ্যের চাহিদা বেড়েছে। গার্মেন্টের কোনো অংশই এখন ফেলনা নয়। এসব কারণে রিসাইক্লিং মেশিনারি পণ্যের চাহিদা বেড়েছে। বাংলা ক্যাটের সিনিয়র ইঞ্জিনিয়ার মাসরুফ আহমেদ নোমান বলেন, মেলায় এবার ভিড় বেশি। আমাদের এখানে ক্যাপটিভ পাওয়ার জিনিসের প্রতি মানুষের আগ্রহ বেশি। ঢাকায় তৈরি পোশাক ও বস্ত্র খাতের চার দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রদর্শনী চলছে। আইসিসিবিতে প্রদর্শনীর আজ শেষ দিন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর