বুধবার, ২৯ মার্চ, ২০২৩ ০০:০০ টা

রূপগঞ্জে যুব মহিলা লীগ নেত্রীর নেতৃত্বে আওয়ামী লীগ অফিস ভাঙচুর

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুমা আক্তার নামে এক যুব মহিলা লীগ নেত্রীর নেতৃত্বে একদল দুর্বৃত্ত আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা যুবলীগ নেতা আবদুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে দুই নারীকে শ্লীলতাহানি ও পিটিয়ে জখম করেছে। সোমবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার হাটাব আতলাশপুরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন কাঞ্চন পৌরসভা যুবলীগ নেতা আবদুর রহমানের স্ত্রী সোনিয়া (৩০) ও তার ভাগ্নি স্বপ্না আক্তার (২৫)। যুবলীগ নেতা আবদুর রহমান বলেন, ‘২৬ মার্চ কায়েতপাড়া ইউনিয়নের নাওড়ায় রংধনু গ্রুপের স্থায়ী কার্যালয়ে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আমি এবং আমার লোকজন যোগ দেন। অনুষ্ঠানে যোগ দেওয়ায় ভুলতা ইউনিয়ন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সুমা আক্তার ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর জেরে ২৭ মার্চ রাত সাড়ে ৮টার দিকে সুমা আক্তারের নেতৃত্বে নিসাত মোল্লা, নজরুল, খোকন, রাহুল, রুহুল আমিনসহ অজ্ঞাত ৩০-৪০ জন সন্ত্রাসী কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালায়। এ সময় হামলাকারীরা আওয়ামী লীগের সেই কার্যালয়ে ভাঙচুর করে। পরে তারা আমার বসতবাড়িতে গিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট চালাতে থাকে। এ সময় আমার স্ত্রী সোনিয়া ও ভাগ্নি স্বপ্না আক্তার বাধা দিলে হামলাকারীরা তাদের শ্লীলতাহানি করে। হামলাকারীরা তাদের বেধড়ক পিটিয়ে জখম করে। তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পালানোর আগে হামলাকারীরা আমার ঘরে থাকা নগদ ২ লাখ ২০ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় আমার স্ত্রী ও ভাগ্নিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।’ এ ঘটনায় আবদুর রহমান বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর