বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

চুয়াডাঙ্গায় তাপমাত্রার রেকর্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় বয়ে যাচ্ছে মৃদু তাপ প্রবাহ। রবিবার থেকে টানা চার দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়। গতকাল সন্ধ্যা ৬টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের সর্বোচ্চ। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, রবিবার চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার ৩৭ ডিগ্রি সেলসিয়াস। তিনি জানান, সারা দেশের প্রাপ্ত তথ্য অনুযায়ী গতকাল সন্ধ্যায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়।

এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৩৩ শতাংশ। বেশ কিছুদিন বৃষ্টিপাত না থাকায় বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে গেছে। হঠাৎ কালবৈশাখী ঝড় ছাড়া সাধারণ বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই।

তিনি জানান, গত বছরের তুলনায় এ বছর গরমের তীব্রতা অনেক বেশি। মৌসুমের শুরু থেকেই বেশ কয়েকবার এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। গরমের তীব্রতা আরও বেড়ে মাঝারি তাপ প্রবাহের সম্ভাবনা রয়েছে এবং এ ধারা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর