শিরোনাম
বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন

মার্চে সড়কে ঝরেছে ৫৬৪ প্রাণ

নিজস্ব প্রতিবেদক

গত মার্চে সারা দেশে ৪৮৬ সড়ক দুর্ঘটনায় ৫৬৪ জনের মৃত্যু ও ১ হাজার ৯৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮৮ জন নারী ও ৭৩ শিশু রয়েছে। গতকাল গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দুর্ঘটনার এই পরিসংখ্যান তুলে ধরে রোড সেফটি ফাউন্ডেশন। সংগঠনটি জানায়, মার্চ মাসে ছয়টি নৌদুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ১৯টি রেলপথ দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন। মার্চে ঘটা দুর্ঘটনার মধ্যে ৮৫টি (১৭ দশমিক ৪৮ শতাংশ) মুখোমুখি সংঘর্ষ, ২৪২টি (৪৯ দশমিক ৭৯ শতাংশ) নিয়ন্ত্রণ হারিয়ে, ১০৪টি (২১ দশমিক ৩৯ শতাংশ) পথচারীকে চাপা অথবা ধাক্কা দেওয়ার কারণে ঘটে। এ ছাড়া ৩৯টি (৮ দশমিক শূন্য ২ শতাংশ) যানবাহনের পেছনে আঘাত করা এবং ১৬টি দুর্ঘটনা (৩ দশমিক ২৯ শতাংশ) অন্যান্য কারণে ঘটেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর