বুধবার, ১২ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

রাজধানীতে জাটকা বিক্রি করায় ১৮ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে ২ হাজার ৬১৭ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে র‌্যাব। পরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত সাত প্রতিষ্ঠানকে ১৮ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেন। গতকাল র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। র‌্যাব-১০-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছুদিন ধরে অসাধু ব্যবসায়ীরা জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রি করে আসছিলেন। এমন তথ্যে র‌্যাব-১০-এর সহযোগিতায় ও জেলা মৎস্য অধিদফতরের সহকারী প্রকল্প কর্মকর্তার উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় রাসেল মৎস্য আড়তকে ৮ লাখ ১০ হাজার টাকা, মাইদুল এন্টারপ্রাইজ মৎস্য আড়ত, রহমান মৎস্য আড়ত ও আল্লাহ ভরসা মাছের আড়তকে ২ লাখ ৫ হাজার টাকা, শিব শঙ্করী মাছের আড়তকে ৪ লাখ ১০ হাজার টাকা, তাহমিনা মৎস্য আড়তকে ৫ হাজার টাকা ও জগন্নাথ মৎস্য আড়তকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত আনুমানিক ১০ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের ২ হাজার ৬১৭ কেজি জাটকা ইলিশ জব্দ করে বিভিন্ন মাদরাসা, এতিমখানা ও অসহায়দের মধ্যে বিতরণ করে দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর