বুধবার, ১২ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

নদী খননে গুরুত্ব দেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির

নিজস্ব প্রতিবেদক

দেশের নৌরুট সচল রাখার পাশাপাশি কৃষিকাজের জন্য পানি সরবরাহে সহায়ক ভূমিকা রাখতে নদীর নাব্য ধরে রাখা জরুরি। এজন্য নদী খননে গুরুত্ব দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। তবে বৈঠকে নিজেদের সমস্যা ও সংকটের কথা তুলে ধরেছে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। তারা জানায়, নদী খননের চাহিদা বেড়েছে, জ্বালানি তেলের দাম বেড়েছে। কিন্তু বাজেট স্বল্পতা ও জ্বালানি সংকটে ব্যাহত হচ্ছে নদী খনন কাজ। সংসদ ভবনে গতকাল ‘নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র বৈঠকে উপস্থাপিত কার্যপত্র থেকে এসব তথ্য জানা যায়। কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম বৈঠকে সভাপতিত্ব করেন।

কমিটির সদস্য শাজাহান খান, রণজিৎ কুমার রায়, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, মো. আছলাম হোসেন সওদাগর ও এস এম শাহজাদা অংশ নেন। সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে নৌরুট সচল রাখার পাশাপাশি কৃষিসহায়ক ভূমিকায় নদী খননে গুরুত্ব দেওয়ার সুপারিশ করা হয়। পদ্মা সেতু চালু ও নৌ যোগাযোগব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন হওয়ার ফলে কমিটি দক্ষিণাঞ্চলে বিদ্যমান প্রকল্পগুলো পুনঃসমীক্ষা করার সুপারিশ করে। একই সঙ্গে যেসব ওয়াকওয়ে নির্মাণ হয়েছে সেগুলো পরিচালনা ও রক্ষণাবেক্ষণের নীতিমালা প্রণয়নের সুপারিশ করা হয়।

বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, নৌপরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর