সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

কালিয়াকৈরে ইফতার খেয়ে তিন শ্রমিকের মৃত্যু মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে একটি কারখানায় ইফতার খেয়ে অসুস্থ হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। গতকাল রাত ১১টার দিকে    বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। তিনি জানান, গতকাল ইফতারের সময় কালিয়াকৈর থানাধীন চন্দ্রায় একটি কারখানায় ইফতার খেয়ে কয়েক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ শ্রমিকদের শেখ ফজিলাতুন নেছা মুজিব মেমোরিয়াল কেপিজি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এর মধ্যে তিন শ্রমিক মারা গেছেন। এদিকে খাদ্যে বিষক্রিয়ায় শ্রমিক মৃত্যুর প্রতিবাদে ঢাকা-  টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ  করছেন শ্রমিকরা। এতে বারইপাড়া থেকে কালিয়াকৈর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর