সখীপুরে একাত্তরে কাদেরিয়া বাহিনীর বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ খানের (নয়া মুন্সি) জানাজায় শরিক হয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, সখীপুরে আমার কাছে কোনো আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামায়াত নাই, কৃষক শ্রমিক জনতা লীগ নাই, সখীপুর আমার আত্মা। সখীপুরের সব মানুষ আমার, আমি সখীপুরের সবার। তিনি আরও বলেন, নয়া মুন্সি না হলে সখীপুরে মুক্তিযোদ্ধারা না খেয়ে থাকত। যুদ্ধের সময় একজন মুক্তিযোদ্ধারও এই অভিযোগ ছিল না যে, সে খেতে পায়নি। তার অন্যতম প্রধান কারণ হলো নয়া মুন্সি। গতকাল দুপুরে টাঙ্গাইলের সখীপুরে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বীর মুক্তিযোদ্ধা নয়া মুন্সির জানাজা নামাজের পূর্বে তিনি এসব কথা বলেন। নয়া মুন্সি (১০২) শুক্রবার রাতে নিজ বাসায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এর আগে সখীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম নয়া মুন্সিকে গার্ড অব অনার দিতে এলে তাঁকে উদ্দেশ করে বঙ্গবীর বলেন, ‘আমি মেয়েদের সবচেয়ে বেশি সম্মান করি, কিন্তু মেয়ে মানুষ যত বড়ই হোক জানাজা নামাজে শামিল হওয়ার কোনো সুযোগ নাই। শরিয়ত মেনে মুসলমানদের চলতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীরপ্রতীক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শওকত শিকদার, সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সজীব, বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম সরকার লাল, চর্যপদ গবেষক প্রফেসর আলীম মাহমুদ প্রমুখ।