বুধবার, ৩ মে, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ঝুঁকিপূর্ণ ভবন ভাঙতে তদারকি করবে সিটি করপোরেশন : তাপস

নিজস্ব প্রতিবেদক

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ইতোমধ্যে ৪২টি ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে এবং ১৯৭টি ভবন সংস্কারের সুপারিশ করেছে। এ তালিকা সাত দিনের মধ্যে রাজউক আমাদের হস্তান্তর করবে। এই ৪২টি ভবন কতদিনের মধ্যে ভেঙে ফেলা যায় এবং ১৯৭টি ভবন সংস্কার করে কতদিনের মধ্যে ব্যবহার উপযোগী করা যায় সে বিষয়ে শিগগিরই পদক্ষেপ নেব। ঝুঁকিপূর্ণ ভবন ভাঙতে তদারকি করবে সিটি করপোরেশন। গতকাল নগর ভবনে মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন দুর্যোগব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ কথা বলেন। তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় প্রতিটি ওয়ার্ডে ন্যূনতম ২০০ সদস্যের স্বেচ্ছাসেবক দল গঠন করা হবে। করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি ব্যারিস্টার সামির সাত্তার, দক্ষিণ সিটির দুর্যোগব্যবস্থাপনা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সিরাজুল ইসলাম ভাট্টি উপস্থিত ছিলেন।

করপোরেশনের প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দুর্যোগব্যবস্থাপনা বিষয়ক কমিটির সদস্যদের মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক লে. কর্নেল মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর