বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩ ০০:০০ টা

চট্টগ্রাম দিয়ে রপ্তানি বেড়েছে সবজির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দর দিয়ে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে সবজি ও ফলমূল রপ্তানি। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে রপ্তানি হয়েছে ২৮ হাজার ২২০ টন সবজি ও ফলমূল। যার মধ্যে ৭০ শতাংশ সবজি এবং ৩০ শতাংশ বিভিন্ন মৌসুমি ফল। চট্টগ্রাম সমুদ্রবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক মো. নাছির উদ্দিন বলেন, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে ১০ ধরনের সবজি ও ফলমূল বিদেশে রপ্তানি করেছেন দেশীয় রপ্তানিকারকরা। এ সময় রপ্তানি হওয়া ফল ও সবজির পরিমাণ ২৮ হাজার ২২০ টন। বিশে^র বিভিন্ন দেশে বাংলাদেশি সবজির চাহিদা বৃদ্ধি পাচ্ছে। তাই সবজি রপ্তানির পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জানা যায়, চট্টগ্রাম বন্দর দিয়ে চলতি বছর ১০ ধরনের ২৮ হাজার ২২০ টন সবজি ও ফলমূল রপ্তানি হয়েছে। যার মধ্যে ৭০ শতাংশই হচ্ছে সবজি। রপ্তানি হওয়া সবজির মধ্যে রয়েছে- আলু ২৫ হাজার ১৯৮.১৮৮ টন, ফুলকপি ৮.৪৮২ টন, বাঁধাকপি ২ হাজার ১৪২.২৮৬ টন, কুমড়া ৫৮২.৯০৩ টন, টমেটো ১৮০.১৯৮ টন, শালগম ৫৬.২০০ টন, বেগুন ০.৫৭৬ টন, তরমুজ ১৩.৩২০ টন এবং কাঁচাকলা ৪.৫ মেট্রিক টন। বাংলাদেশ ফল ও সবজি পণ্য রপ্তানিকারক সমিতির তথ্যমতে, ২০২১-২২ অর্থবছরে আকাশ ও সমুদ্রপথে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ১১৭ মিলিয়ন ইউএস ডলারের ফল এবং সবজি রপ্তানি হয়েছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর