বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩ ০০:০০ টা

ঢাকায় শনিবার বিক্ষোভ সমাবেশ বিএনপির

নিজস্ব প্রতিবেদক

শনিবার ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। বেলা ২টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। গতকাল রাত ৮টায় দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ দলীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবি আদায় এবং গায়েবি মামলায় নির্বিচারে নেতা-কর্মীদের গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানির প্রতিবাদে এই কর্মসূচি দিয়েছে দলটি। ঢাকাবাসীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীকে যথাসময়ে বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে সফল করার আহ্বান জানান রিজভী আহমেদ। প্রেস ব্রিফিংয়ে রিজভী আহমেদ বলেন, ‘অবৈধ সরকার দেশের রাজনৈতিক পরিস্থিতি এক উপসংহারহীন অবস্থার দিকে টেনে নিয়ে যাচ্ছে। আবারও নিঃশব্দ আতঙ্কের পরিবেশে ভোটারবিহীন নির্বাচনের ফন্দি-ফিকির করছে। গায়েবি মামলা এ সরকারের রাজনৈতিক হীন উদ্দেশ্যপ্রণোদিত অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিএনপির মৃত নেতা, অসুস্থ নেতা এবং বিদেশে অবস্থান করছেন এমন নেতাদের বিরুদ্ধেও গায়েবি মামলা দিয়ে দেশে-বিদেশে তামাশার পাত্রে পরিণত হয়েছে আওয়ামী সরকার। এরা বিএনপিসহ বিরোধী দল-মত ও সমালোচকদের দমন করার জন্য মামলা দায়ের করে- গায়েবি মামলা সেটিরই প্রমাণ।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর