শুক্রবার, ১২ মে, ২০২৩ ০০:০০ টা

সাগরে ১০ হত্যাকাণ্ডে আরও এক আসামির স্বীকারোক্তি

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের নাজিরারটেক উপকূলে ট্রলার থেকে ১০ লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতার আরও এক আসামি রিমান্ড শেষে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। এ নিয়ে গ্রেফতার সাতজনের মধ্যে ছয়জন ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন। রিমান্ড শেষে গতকাল আদালতে ১৬৪ ধারার জবানবন্দি প্রদান করেছেন মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের সাইরার ডেইল এলাকার এস্তেফাজুল হকের ছেলে দেলোয়ার হোসেন। বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত টানা দেড় ঘণ্টা কক্সবাজার সদরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যা এ জবানবন্দি গ্রহণ করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক দুর্জয় বিশ্বাস জানিয়েছেন, ১৬৪ ধারার জবানবন্দিতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন দেলোয়ার। দেলোয়ার মাতারবাড়ী এলাকার আবছার মাঝির ট্রলারের বার্বুচি ছিলেন। মামলার তদন্তের স্বার্থে এর বিস্তারিত বলতে রাজি হননি এ কর্মকর্তা।

এদিকে তদন্ত সংশ্লিষ্টরা জানান, হত্যা ঘটনার রহস্য এখন উন্মোচনের পথে রয়েছে। গভীর সাগরে ট্রলারে ১০ জনকে হত্যার ঘটনায় ব্যবহার হয়েছেন বাইট্টা কামাল, করিম সিকদার নুর হোসাইন বহদ্দার, আবছার মাঝি এবং বাবুল মাঝির পাঁচটি ট্রলার। ট্রলারে ৪০-৫০ জন হত্যাকাণ্ডে অংশ নেন। বাইট্টা কামাল, দেলোয়ার, কাউন্সিলর খায়ের, গিয়াস উদ্দিন মুনীর জড়িতদের মধ্যে অনন্ত ৩০ জনের নাম পরিচয় দিয়েছেন। এ ঘটনা বাস্তবায়নে নেতৃত্ব প্রদান করেছে সোনাদিয়া এলাকার আত্মসমর্পণকারী সুমন ডাকাতের নেতৃত্বে কয়েকজন। তাদের গ্রেফতার করা সম্ভব হলে ঘটনার পুরো রহস্য উদঘাটিত হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর