বুধবার, ১৭ মে, ২০২৩ ০০:০০ টা

জব্দ করা হেরোইনে গরমিল এসআইকে হাই কোর্টে তলব

নিজস্ব প্রতিবেদক

অভিযোগপত্রে জব্দ করা হেরোইনের পরিমাণে গরমিল থাকার অভিযোগের ব্যাখ্যা দিতে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসান সিকদারকে তলব করেছেন হাই কোর্ট। ওই মামলার আসামির জামিন শুনানির সময় বিষয়টি নজরে এলে গতকাল বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী ২৯ মে সকাল সাড়ে ১০টায় তাকে হাই কোর্টে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী নাজনীন নায়েম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। পরে এজাহার থেকে উল্লেখ করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, গত ৩১ ডিসেম্বর আসামির কাছ থেকে ১ হাজার পুরিয়া হেরোইন (ওজন আনুমানিক ৫০ গ্রাম) উদ্ধার করা হয়। এ ঘটনায় সাভার মডেল থানার এসআই মো. শহীদুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর