সোমবার, ১২ জুন, ২০২৩ ০০:০০ টা

পটুয়াখালী থেকে সেই ট্রাক চালককে ধরল র‌্যাব

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার নাজিরবাজার কুতুবপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জনের প্রাণহানির ঘটনায় অভিযুক্ত ট্রাক চালককে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল মো. শফিকুল ইসলাম (২৭) নামে ওই ট্রাক চালককে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যায় পটুয়াখালীর সদর থানা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। শফিকুল ইসলাম শেরপুর সদরের নয়াপাড়া মোকসেদপুরের মো. মিস্টার মিয়ার ছেলে। গতকাল র‌্যাব-৯ সদর দফতরের অধিনায়ক উইং কমান্ডার মো. মোমিনুল হক সংবাদ সম্মেলনে জানান, ৭ জুন ভোরে দুর্ঘটনার পর আহতাবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়ে যান ট্রাক চালক মো. শফিকুল ইসলাম। তিনি পালিয়ে সিলেট থেকে পটুয়াখালী চলে যান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে পটুয়াখালী থেকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, ৭ জুন সিলেট নগরীর আম্বরখানা থেকে ৩০ জন নির্মাণ শ্রমিককে নিয়ে একটি পিকআপ ভ্যান যাচ্ছিল ওসমানীনগরের গোয়ালাবাজার এলাকায়। নাজিরবাজারের কুতুবপুরে যাওয়ার পর পিকআপ ভ্যানের সঙ্গে মুন্সীগঞ্জ থেকে আসা আলুবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১১ জন ও হাসপাতালে নেওয়ার পর আরও চারজন মারা যান। এ ঘটনায় সুনামগঞ্জের দিরাইয়ের ভাটিপাড়ার নিহত সায়েদ নূরের ছেলে ইজাজুল বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা করেন। ওই মামলায় ট্রাক ও পিকআপ চালককে আসামি করা হয়। পিকআপ চালক এখনো পলাতক রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর