সোমবার, ১২ জুন, ২০২৩ ০০:০০ টা

নারী আইনজীবী হত্যা মামলায় দুজনের আমৃত্যু কারাদন্ড

আদালত প্রতিবেদক

চুরি করতে গিয়ে রাজধানীর মিরপুরে রওশন আরা আক্তার নামে এক নারী আইনজীবীকে হত্যার দায়ে দুই আসামিকে আমৃত্যু কারাদন্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। আসামিরা হলো, রাসেল জমভদ্দার ওরফে শাকিল ও সোলাইমান রবিন ওরফে তাজুল। ঘটনার প্রায় ১০ বছর পর গতকাল ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক আলী আহম্মেদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ৩১ ডিসেম্বর আইনজীবী রওশন আরা আক্তারের বাসায় চুরি করতে গিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন মাহবুব ই সাত্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১৩ সালের ১৮ জুলাই আদালতে চার্জশিট দেয় পুলিশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর