সোমবার, ১২ জুন, ২০২৩ ০০:০০ টা

জামায়াতকে কর্মসূচি করতে দেওয়ার বিষয়টি বিস্ময়কর : মান্না

নিজস্ব প্রতিবেদক

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, জামায়াতকে দীর্ঘদিন পর কর্মসূচি করতে দেওয়ার বিষয়টি বিস্ময়কর। জামায়াত যখন অনুমতি চাইতে গেল তাদের আটক করা হলো। দেড় ঘণ্টা পর তাদের ছেড়ে দেওয়া হলো। আবার তাদের সমাবেশ করার অনুমতি দেওয়া হলো। এসব বিষয় আসলেই বিস্ময়কর। গতকাল রাজধানীর তোপখানা রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জামায়াতের কর্মসূচি প্রসঙ্গে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, বিরোধী দলের যেসব আন্দোলন হচ্ছে, তা সরকার ‘পুরনো জামায়াতি সন্ত্রাস ব্র্যান্ডিং’ বলে চালাতে চাইবে। কিন্তু এসব তাদের পুরনো কৌশল। জনগণের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ভোটাধিকার ফিরে আসবে। এর মাধ্যমে কোনোভাবে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।

এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর