মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩ ০০:০০ টা

বনানীর সেই ভবনের প্রাপ্ত অংশ ডিএনসিসিকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনানীতে সিটি করপোরেশনের ৬০ কাঠা জমিতে তৈরি ২৮তলা ভবনের (পাঁচতারকা হোটেল শেরাটন) প্রাপ্ত অংশ ঢাকা উত্তর সিটি করপোরেশনকে (ডিএনসিসি) বুঝিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। আগামী তিন মাসের মধ্যে চুক্তি অনুযায়ী ভবন বুঝিয়ে দিয়ে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। গতকাল বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাই কোর্ট বেঞ্চ রুল দেন। রুলে শত শত কোটি টাকা আদায়ে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে ডিএনসিসি, বোরাক রিয়েল এস্টেটসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। উল্লেখ্য, গত ১ জুন একটি জাতীয় দৈনিকে ‘বনানীতে ২৮ তলা ভবন সরকারি জমিতে-পাঁচ তারকা হোটেল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনে বলা হয়, ১৪ তলার চুক্তি করে ২৮ তলা ভবন বানিয়ে ভোগদখল করছে বোরাক রিয়েল এস্টেট।

অথচ জমির মালিক সিটি করপোরেশন। চুক্তি অনুযায়ী রিয়েল এস্টেট কোম্পানিটি কোনো টাকাই এ পর্যন্ত পরিশোধ করেনি। এমনকি ভবনের দখলও বুঝিয়ে দেয়নি। সম্পদের মূল্য প্রায় ৬০০ কোটি টাকা। পরে ৪ জুন সরকারি জমিতে ৫ তারকা শেরাটন হোটেলের অনিয়ম নিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমন। দুদক তাৎক্ষণিক ব্যবস্থা না নেওয়ায় গতকাল বিষয়টি চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট করেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর