মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩ ০০:০০ টা

শেয়ারবাজারে বড় দরপতন

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে বড় দরপতন

সপ্তাহের দ্বিতীয় দিনে বড় দরপতন হয়েছে। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমার পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণ। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সবকটি মূল্যসূচকের বড় পতন হয়েছে। এর মাধ্যমে চলতি সপ্তাহের দুই কার্যদিবসেই শেয়ারবাজারে দরপতন হলো।

দিনের লেনদেন শেষে ডিএসইতে মাত্র ৩২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে ১৪৩টির দাম কমেছে। আর ১৮১টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট কমে ৬ হাজার ৩১০ পয়েন্টে অবস্থান করছে। সবকটি মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে কমেছে লেনদেনের গতি। বাজারটিতে দিনভর লেনদেন হয়েছে ৯৮১ কোটি ৪৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার ৩০ কোটি ৬১ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৪৯ কোটি ১৭ লাখ টাকা। টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির ৫০ কোটি ২৭ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্টের ৩৯ কোটি ৬২ লাখ টাকার লেনদেন হয়েছে। ৩৮ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৯২ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২২৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৩০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০১টির এবং ৯৩টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৩৯ কোটি ৯৪ লাখ টাকা।

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর