মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩ ০০:০০ টা

বিএনপি ও সমমনা দলগুলোর আইনজীবীদের নতুন মোর্চা

নিজস্ব প্রতিবেদক

বিএনপি ও সমমনা সব রাজনৈতিক দলের সমর্থক আইনজীবীদের নিয়ে ‘ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট’ নামে নতুন একটি মোর্চা গঠন করা হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীনকে এ মোর্চার আহ্বায়ক এবং গণফোরামের একাংশের নেতা সুব্রত চৌধুরীকে সদস্যসচিব করা হয়েছে। গতকল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে এক সংবাদ সম্মেলনে এ মোর্চার ঘোষণা দেওয়া হয়। এদিন মোর্চার ৩৬ জন সাধারণ সদস্যেরও নাম ঘোষণা করা হয়েছে। আইনজীবীদের নবগঠিত এ মোর্চার আহ্বায়ক হিসেবে সংবিধানের অন্যতম প্রণেতা ব্যারিস্টার এম আমীর-উল ইসলামের নাম প্রস্তাব করা হয়েছিল। তবে ৭ জুন এক চিঠিতে এ মোর্চায় তিনি থাকবেন না বলে জানান।

লিখিত বক্তব্যে মোর্চার আহ্বায়ক জয়নুল আবেদীন সংগঠনের তিন দফা লক্ষ্য তুলে ধরেন। এতে আইনের শাসন, গণতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতা, লুণ্ঠিত ভোটাধিকার, সর্বজনীন মানবাধিকার প্রতিষ্ঠা ও আইনজীবীদের মর্যাদা রক্ষা; বাংলাদেশের সব বারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য নিশ্চিত করা এবং সুপ্রিম কোর্ট বারে তলবি সাধারণ সভার মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন কমিটিকে সার্বিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। জয়নুল আবেদীন বলেন, নতুন মোর্চা দেশের প্রতিটি বার সমিতিতে যেন আইনজীবীরা সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্যে ধারাবাহিক আন্দোলন গড়ে তুলবে।মোর্চার সদস্যরা হলেন আইনজীবী মহসিন রশিদ, এ এম মাহবুব উদ্দিন খোকন, জগলুল হায়দার আফ্রিক, গিয়াস উদ্দিন আহম্মেদ, গরীব এ নেওয়াজ, ফরিদুজ্জামান ফরহাদ, কায়সার কামাল (প্রধান সমন্বয়কারী), কে এম জাবির, মাসুদ আহমেদ তালুকদার (সাবেক সভাপতি, ঢাকা বার), মো. বদরুদ্দোজা বাদল, আবদুল জব্বার ভূঁইয়া, শাহ আহম্মেদ বাদল, মো. রুহুল কুদ্দুস কাজল, গোলাম রহমান ভুইয়া, শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, শফি উদ্দিন ভূঁইয়া, ফাহিমা নাসরিন মুন্নী, হাসনাত আবদুল কাইয়ুম, মো. নজরুল ইসলাম, সৈয়দ মামুন মাহবুব প্রমুখ।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর