মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩ ০০:০০ টা

হাতছিন্ন শিশু সাঈদকে দেখতে পঙ্গু হাসপাতালে তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

হাতছিন্ন শিশু সাঈদকে দেখতে পঙ্গু হাসপাতালে তথ্যমন্ত্রী

ঢাকা চিড়িয়াখানায় হায়েনার কামড়ে হাতছিন্ন শিশু সাঈদকে দেখতে গতকাল বিকালে রাজধানীর আগারগাঁওয়ে পঙ্গু হাসপাতালে যান তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। হাসপাতালের মডেল বি ওয়ার্ডে তারা চিকিৎসাধীন শিশু সাঈদকে দেখেন, তার মা-বাবাকে সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তা দেন। এ সময় হাসান মাহমুদ বলেন, ঢাকা চিড়িয়াখানায় তার যে ঘটনাটি ঘটেছে সেটি অত্যন্ত মর্মান্তিক। আমি কাগজে দেখেছি তার বাবা আর্থিক সহায়তা চেয়েছেন। আমরা তাৎক্ষণিকভাবে সহায়তার হাত বাড়িয়েছি। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। তদন্তে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এসেছে। ড. হাছান মাহমুদ আরও বলেন, ১৯৭২ সালে বঙ্গবন্ধুর নির্দেশে ৪০০ বেডের পঙ্গু হাসপাতাল চালু হয়। পরে যারা সরকারের এসেছিল তারা মাত্র ১০০ বেড যুক্ত করেছেন। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ২০১৩ সালে আরেকটি নতুন প্রকল্প নিয়ে আরও ৫০০ বেড যুক্ত করে এটিকে ১ হাজার বেডে উন্নীত করেছেন।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর