শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ০০:০০ টা

সূচকের উত্থান শেয়ারবাজারে লেনদেন ৫০০ কোটির নিচে

নিজস্ব প্রতিবেদক

সূচকের উত্থান শেয়ারবাজারে লেনদেন ৫০০ কোটির নিচে

সপ্তাহের শেষ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান হয়েছে। আগের চার দিন দরপতন হয় ডিএসইতে। গতকাল সূচকের উত্থান হলেও লেনদেন নেমেছে ৫০০ কোটি টাকার নিচে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক কিছুটা বেড়েছে। একই সঙ্গে দাম কমার থেকে দাম বাড়ার তালিকায় রয়েছে বেশি প্রতিষ্ঠান। দিনের লেনদেন শেষে ডিএসইতে ৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। ৬২টির দাম কমেছে। আর ১৮৯টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৮০ পয়েন্টে অবস্থান করছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬৫ কোটি ৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৭২৩ কোটি ৩৩ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ২৫৮ কোটি ২৬ লাখ টাকা। টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার। কোম্পানিটির ২৩ কোটি ৬৩ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা নাভানা ফার্মাসিউটিক্যালসের ১৯ কোটি ২৪ লাখ টাকার লেনদেন হয়েছে। ১৭ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১২ পয়েন্ট। বাজারটিতে লেনদেন অংশ নেওয়া ২১০টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৩টির দাম বেড়েছে। দাম কমেছে ৫৪টির এবং ১০৩টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৪ কোটি ৬২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১৫ কোটি ৭৩ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর