শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ০০:০০ টা

দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৭ হাজার ৩৬১ মেগাওয়াট

জাতীয় সংসদে প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৭ হাজার ৩৬১ মেগাওয়াট। চলতি বছর ১৯ এপ্রিল পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হয়েছে ১৫ হাজার মেগাওয়াট। গতকাল জাতীয় সংসদের অধিবেশনে জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার এক প্রশ্নের লিখিত উত্তরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এসব তথ্য জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। এ দিনের প্রশ্ন উত্তর টেবিলে উপস্থাপিত হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বর্তমানে দেশে ক্যাপটিভ এবং নবায়নযোগ্য জ্বালানিসহ মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৭ হাজার ৩৬১ মেগাওয়াট। এ পর্যন্ত গত ১৯ এপ্রিল ২০২৩ তারিখে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদিত হয়েছে ১৫ হাজার ৬৪৮ মেগাওয়াট। ২০০৮ সালে সরকার দায়িত্ব গ্রহণকালে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল ৪ হাজার ৯৪২ মেগাওয়াট ও প্রকৃত উৎপাদন ছিল ৩ হাজার ২৬৮ মেগাওয়াট। বিদ্যুৎ উৎপাদন মহাপরিকল্পনার আওতায় উৎপাদন ক্ষমতা ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট এবং ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াটে উন্নীত করার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উল্লেখযোগ্য পদক্ষেপগুলো হলো, বিদ্যুৎ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার খাত হিসেবে গ্রহণ; বিদ্যুৎ উৎপাদনে তাৎক্ষণিক, স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন, বিদ্যুৎ আইন ২০১৮ প্রণয়ন, দ্রুততার সঙ্গে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ (বিশেষ বিধান) আইন, ২০১০ প্রণয়ন, বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি বহুমুখীকরণ, বিদ্যুৎ উৎপাদনে প্রাথমিক জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণ, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বিদ্যুৎ খাতে প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিতকরণ, বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে শতভাগ অগ্রগতি নিশ্চিতকরণ; বিদ্যুৎ প্রকল্পে New and Innovative Financing-সহ বিভিন্ন বিকল্প অর্থায়ন ব্যবহার; উৎপাদিত বিদ্যুৎ সুষ্ঠুভাবে সঞ্চালন ও বিতরণের লক্ষ্যে প্রয়োজনীয় সঞ্চালন ও বিতরণ প্রকল্প গ্রহণ; অফগ্রিড এলাকা বিদ্যুতায়নে সোলার হোম সিস্টেম ও সোলার মিনিগ্রিড কার্যক্রম বাস্তবায়ন. নিবিড় তদারকির মাধ্যমে বিদ্যুৎ প্রকল্পসমূহ যথাসময়ে বাস্তবায়ন; এবং প্রকল্প বাস্তবায়নের সমস্যাসমূহ দ্রুত চিহ্নিত করে তার সমাধান করা। আওয়ামী লীগের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের এক প্রশ্নের লিখিত উত্তরে নসরুল হামিদ বলেন, বর্তমানে দেশে পল্লী বিদ্যুতের গ্রাহকের সংখ্যা ৩ কোটি ৪৯ লাখ ৩৬ হাজার ৫৪৮ জন। ২০২১-২২ অর্থবছরে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আয় ২৯,১০৪.৫৬ কোটি টাকা। ব্যয় ২৯,২৮.৩৫ কোটি টাকা এবং নিট ক্ষতি ৫২৩.৭৯ কোটি টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর