শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ০০:০০ টা

লিঙ্গসমতা আনতে নারীর সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে হবে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক

লিঙ্গসমতা আনতে নারীর সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে হবে : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারীর একান্ত সহজাত এবং আবশ্যক প্রয়োজনীয়তাগুলো চিহ্নিত করতে হবে। শিক্ষা, কর্মজীবনসহ প্রতিটি ক্ষেত্রে নারীর এসব প্রয়োজনীয়তা পূরণে যথাযথ পদক্ষেপ নিতে হবে। লিঙ্গসমতা আনতে নারীর সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে হবে। গতকাল সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে ‘অ্যাকসিলারেটিং দি ইমপ্লিমেন্টেশন অব আইসিপিডি প্রোগ্রাম অ্যাকশন টু হার্নেস জেন্ডার ডিভিডেন্ড’ কর্মশালায় তিনি এসব কথা বলেন। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, হুইপ মাহাবুব আরা বেগম গিনি এবং ইউএনএফপিএ’র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্রিস্টিন ব্লোখুস। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে এবং সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আবদুস সালামের সঞ্চালনায় এ কর্মশালায় স্বাগত বক্তব্য দেন এসপিসিপিডি প্রকল্পের প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউএনএফপিএ’র পিপিআর-প্রধান ড. মো. শহীদুল ইসলাম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর