শনিবার, ৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ভিসা দেওয়ার নামে প্রতারণা ও হুমকি ট্রাভেলস মালিক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ভিসা দেওয়ার নামে প্রতারণা ও হুমকির অভিযোগে ট্রাভেলস মালিক নুরুন্নাহার খাতুন মিলিকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। তিনি রাজশাহীর নিউমার্কেট এলাকার রাফি ট্যুর অ্যান্ড ট্রাভেলস নামে একটি প্রতিষ্ঠানের মালিক। ভারতে যাওয়ার ভিসা পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। একই সঙ্গে এমপির বোন পরিচয়ে ভারতীয় ভিসা সেন্টারে গিয়ে কর্মকর্তাদের চাকরি খাওয়ার হুমকিও দিয়েছেন। গ্রেফতার মিলি উপশহর নিউমার্কেট এলাকায় ১ নম্বর সেক্টরের ৩ নম্বর হোল্ডিংয়ের একটি বাসায় থাকেন। তার বাবা মৃত মো. রেজাউল করিম। নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, রাফি ট্যুর অ্যান্ড ট্রাভেলস নামে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী নুরুন্নাহার খাতুন মিলি। তিনি দীর্ঘদিন ধরে ভারতীয় ভিসা করিয়ে দেওয়ার নামে প্রাহকের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে প্রতারণা করে আসছিলেন। পাবনার মারুফ হোসেন ও তার পরিবারকে তিনটি ভিসা করে দেওয়ার নামে সাড়ে ৭ হাজার টাকা নেন মিলি। কিন্তু তিনটি ভিসার আবেদন ফি ৮২৪ টাকা করে মোট ২ হাজার ৪৭২ টাকা জমা দেননি। ভিসা সেন্টারে গেলে মারুফের ভিসা আটকে দেওয়া হয়। একই সঙ্গে তাকে ফি জমা দিতে বলা হয়। তখন মারুফ জানান, সাড়ে ৭ হাজার টাকা নুরুন্নাহার খাতুন মিলিকে দিয়েছেন। কিন্তু ভিসা সেন্টারে কোনো টাকা জমা হয়নি জানালে মারুফ বিষয়টি মিলিকে জানান।

এতে ক্ষিপ্ত হয়ে ৩ জুলাই সকালে মিলি নগরীর বর্ণালি মোড়ে ভারতীয় ভিসা সেন্টারে এসে জোরপূর্বক ভিতরে প্রবেশ করেন। একই সঙ্গে কেন ভিসা আটকানো হয়েছে বলে উচ্চবাচ্য করেন। এ সময় ভারতীয় ভিসা সেন্টারের ম্যানেজার বিপ্লব সাহা এগিয়ে এলে নিজেকে রাজশাহীর এমপি আয়েন উদ্দিনের বোন পরিচয় দিয়ে সবার চাকরি খাওয়ার হুমকি দেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে বোয়ালিয়া মডেল থানায় মিলির বিরুদ্ধে মামলা করেন ভিসা সেন্টারের ম্যানেজার বিপ্লব সাহা। পরে পুলিশ ওই নারীকে গ্রেফতার করে। গতকাল সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ খবর