শনিবার, ৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

পদ্মা সেতু হয়ে রেল যাবে ভারত পর্যন্ত : চিফ হুইপ

মাদারীপুর প্রতিনিধি

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, পদ্মা সেতু রেল সংযোগ একদিন মোংলা বন্দর, পায়রা বন্দর এমনকি ভারতের সঙ্গেও সংযুক্ত হবে। ভারতের সঙ্গে সংযোগ হওয়ার কারণে আপনারা নিজের ঘরের সামনে থেকে রেলে চড়ে ভারতসহ বিভিন্ন জায়গায় যেতে পারবেন। গতকাল মাদারীপুরের শিবচরের দত্তপাড়ার বাঁচামারা নদীর ওপর হাতির ঝিলের আদলে নির্মিত দাদা ভাই সেতু উদ্বোধন শেষে স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফ আলী খানের সভাপতিত্বে এ সময় মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সভাপতি আবদুল্লাহ মোহাম্মদ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ্র চন্দ, শিবচর উপজেলা চেয়ারম্যান আ. লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর