শনিবার, ৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা

মালয়েশিয়ায় পৌঁছেছেন ২ লাখ কর্মী

হাইকমিশন কর্মী নিয়োগের চাহিদাপত্র দ্রুত সত্যায়নের চেষ্টা করছে

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ থেকে প্রায় ২ লাখ কর্মী মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য গেছেন। আরও ২ লাখ ৬৮ হাজার কর্মী যাওয়ার অপেক্ষায় রয়েছেন। গত বৃহস্পতিবার মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামাজিক মাধ্যমে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালয়েশিয়ায় বিভিন্ন সেক্টরে বাংলাদেশি কর্মীর জরুরি চাহিদার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ হাইকমিশন কর্মী নিয়োগের চাহিদাপত্র দ্রুতগতিতে সত্যায়ন সম্পন্ন করার চেষ্টা করছে। বৃহস্পতিবার পর্যন্ত মালয়েশিয়ায় অবস্থিত ১০ হাজার ৭৬৩টি কোম্পানি বাংলাদেশ হাইকমিশনের কাছে সত্যায়ন আবেদন করে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ৪ লাখ ২৩ হাজার ৫৬৯ জন কর্মীর চাহিদাপত্র সত্যায়ন সম্পন্ন করেছে হাইকমিশন। বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ২ লাখ কর্মী মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য গেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ হাইকমিশন সত্যায়নের সব আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ই-মেইলের মাধ্যমে কাগজপত্র গ্রহণ করে থাকে। এ কারণে সংশ্লিষ্ট কোম্পানিগুলো ই-মেইলে তাদের কাগজপত্র দাখিল করে থাকে। কিন্তু অনেক কোম্পানির কাছে প্রয়োজনীয় কাগজপত্রের জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাড়া মেলেনি। এর ফলে দ্রুততার সঙ্গে অনেক সত্যায়ন সম্পন্ন করা সম্ভব হয়নি। হাইকমিশন জরুরি ভিত্তিতে ওই  কোম্পানিগুলোকে তাদের প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করার অনুরোধ জানিয়েছে। পাশাপাশি কর্মী নিয়োগের সঙ্গে সংশ্লিষ্ট সবার সহায়তা প্রত্যাশা করেছে।

সর্বশেষ খবর