শনিবার, ১৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

খুলনায় পাল্টাপাল্টি কর্মসূচিতে সরগরম রাজনীতি

বিএনপির তারুণ্যের সমাবেশের বিপরীতে তারুণ্যের জয়যাত্রা যুবলীগের

নিজস্ব প্রতিবেদক, খুলনা

আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচি উত্তাপ ছড়াচ্ছে খুলনার তৃণমূল রাজনীতিতে। ‘তরুণ প্রজন্ম দেবে ভোট, ভোটের জন্য যুদ্ধ হোক’ এ স্লোগানে ১৭ জুলাই ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বরে তারুণ্যের সমাবেশ করবে বিএনপির তিন অঙ্গসংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। অন্যদিকে তারুণ্যের সম্ভাবনা কাজে লাগানো, সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডে তরুণদের উদ্বুদ্ধ করতে ২০ জুলাই শিববাড়ী মোড়ে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ করবে যুবলীগ। এতে বড় শোডাউনে ৪০ থেকে ৫০ হাজার নেতা-কর্মীর উপস্থিতির টার্গেট নিয়েছেন স্থানীয় শীর্ষ নেতারা। দুই দলের সমাবেশ ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তেমনি রয়েছে সংঘাতের আশঙ্কাও। তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশ সফল করতে খুলনা বিভাগে বিভিন্ন জেলায় গণসংযোগ করছেন অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা। পাশাপাশি খুলনা মহানগর ও জেলা বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ, প্রস্তুতি সভা ও গণসংযোগ করা হচ্ছে। মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন বলেন, ১৫ বছর ধরে তরুণরা ভোট দিতে পারেন না। মেধায় নয়, এখন দলের পরিচয়ে চাকরি হয়। ফলে প্রশাসন মেধাশূন্য হয়ে যাচ্ছে। তরুণদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলনে যুক্ত করা ও মেধাবী প্রশাসনের দাবিতে ১৭ জুলাই খুলনা বিভাগীয় ‘তারুণ্যের সমাবেশ’ হবে। সমাবেশ সফল করতে দিনরাত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সবাই কাজ করছেন। খুলনায় তারুণ্যের সমাবেশ জনসমুদ্রে রূপ নেবে। সমাবেশ সফল করতে সোনাডাঙ্গা থানা বিএনপির কার্যালয়ে প্রস্তুতি সভায় মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, সরকারের বিদায়ঘণ্টা বেজে গেছে। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে মানুষ রাজপথে নেমেছে। তারুণ্যের সমাবেশ সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। অন্যদিকে ২০ জুলাই যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ সফলের লক্ষ্যে আজ সন্ধ্যায় দলীয় কার্যালয়ে নগর যুবলীগের জরুরি বর্ধিত সভা হবে। নগর যুবলীগ সভাপতি সফিকুর রহমান পলাশ বলেন, সমাবেশে ৪০ থেকে ৫০ হাজার নেতা-কর্মী উপস্থিত থাকবেন। তরুণরাই দেশের বড় শক্তি। তারুণ্যের সম্ভাবনা কাজে লাগাতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। সরকারের সেই উন্নয়নমূলক কর্মকান্ডে তরুণদের উদ্বুদ্ধ করতে সমাবেশ আহ্বান করা হয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর