শনিবার, ১৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

১০ মাসেও মেলেনি ফলাফল, সংকটে শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরীক্ষা বিধি ধারা অনুযায়ী যে কোনো বিভাগের পরীক্ষা সম্পন্নের ৭৫ দিনের মধ্যে অবশ্যই ফলাফল প্রকাশ করতে হবে। কিন্তু পরীক্ষার ১০ মাস পেরিয়ে গেলেও এখনো মেলেনি নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২০১৫-১৬ (৪৫ ব্যাচ) শিক্ষাবর্ষের স্নাতকোত্তরের ফলাফল। এতে চাকরি পরীক্ষায় আবেদন না করতে পারার মতো বিভিন্ন সংকটে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। জানা গেছে, গত বছর ৮ সেপ্টেম্বর বিভাগের ৪৫তম ব্যাচের ও চলতি বছরের ১১ মে ৪৬তম ব্যাচের স্নাতকোত্তরের পরীক্ষা সম্পন্ন হয়। ওই দুই ব্যাচের পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পূর্বেই ১৩ জুলাই থেকে ২০১৭-১৮ (৪৭তম ব্যাচ) শিক্ষাবর্ষের মাস্টার্সের ক্লাস শুরু হয়েছে। এতে বিভাগটির মাস্টার্স প্রোগ্রামে একসঙ্গে তিনটি ব্যাচ জমেছে। ফলে একদিকে যেমন সেশনজট তীব্র হচ্ছে, অন্যদিকে ভবিষ্যৎ অনিশ্চয়তায় ভুগছেন শিক্ষার্থীরা। বিভাগের একাধিক শিক্ষার্থী বলেন, দেরি করে ফলাফল দেওয়া একটি নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সময়মতো ফলাফল না পাওয়ায় চাকরি পরীক্ষায় বসতে পারছি না। দেরিতে ফলাফল প্রকাশ হওয়া বা সেশনজটের দায় সংশ্লিষ্ট বিভাগের বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস। বিভাগের সভাপতি অধ্যাপক আনিসা নূরী কাঁকন বলেন, ৪৫তম ব্যাচের ফলাফলে একটু ত্রুটি থাকায় তা প্রকাশে দেরি হচ্ছে বলে পরীক্ষা কমিটির সভাপতি জানিয়েছেন। আর অন্য ব্যাচের থিসিসগুলো এক্সটার্নালের কাছে যাওয়ার কারণে সময় লাগছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর