শনিবার, ১৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

বৈষম্যহীন সমাজ গঠন করেছিলেন এরশাদ : জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যহীন সমাজ গঠন করেছিলেন এরশাদ : জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বৈষম্যহীন একটি সমাজ গঠন করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল বিকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এইচ এম এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টি আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। জি এম কাদের বলেন, এইচ এম এরশাদ শাসনামলে আইন সবার জন্য ছিল সমান। রাষ্ট্রপতির আহ্বানে যখন এরশাদ রাষ্ট্রক্ষমতা গ্রহণ করেন তখন যারা ক্ষমতায় ছিলেন তারা ব্যতীত দেশের প্রতিটি রাজনৈতিক দলসহ সাধারণ মানুষ স্বাগত জানিয়েছিলেন। এ সময় আরও বক্তব্য রাখেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো- চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, মীর আবদুস সবুর আসুদ প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, বরিশাল জানান, বরিশালে স্মরণসভা এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সদর রোডের কার্যালয়ের স্মরণসভায় মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর সদস্য সচিব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস।  নিজস্ব প্রতিবেদক, রংপুর জানান, রংপুরে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সকালে নগরীর দর্শনাস্থ পল্লী নিবাস বাসভবনে এরশাদের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রংপুর সিটি মেয়র ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফা, ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসির, মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, এরশাদের পরিবারের পক্ষ থেকে সাবেক এমপি হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, জেলা জাতীয় পার্টির সদস্যসচিব আবদুর রাজ্জাকসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।

ময়মনসিংহ প্রতিনিধি জানান, ময়মনসিংহে এরশাদের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মিলাদ শেষে খাবার নিয়ে এ সংঘর্ষ হয় বলে দলটির একাধিক নেতা নিশ্চিত করেছেন। গতকাল নগরীর গঙ্গাদাশ গুহ রোডের সুন্দর মহলে জেলা জাপা কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছয় নেতা-কর্মী আহত হন। এখানে রওশন এরশাদের বাসভবনও। সেখানে রওশনপন্থিরা মিলাদ মাহফিলের আয়োজন করে। মিলাদ শেষে খাবার নিয়ে হট্টগোল বেধে যায় এবং সংঘর্ষের ঘটনা ঘটে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর