শনিবার, ১৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

জাতীয় সাহিত্য অধিদফতর প্রতিষ্ঠার দাবি

নিজস্ব প্রতিবেদক

বাংলা সাহিত্যের উন্নয়ন, অগ্রগতি ও লেখকদের কল্যাণে ১৫ দফা দাবিসহ জাতীয় সাহিত্য অধিদফতর প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে। ‘জাতীয় সাহিত্য অধিদফতর বাস্তবায়ন পরিষদ’ নামের একটি সংগঠন গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত অনুষ্ঠানে এ দাবি জানান সংগঠনের প্রধান সমন্বয়ক কাজী ছাব্বির। সংগঠনের  সিনিয়র সমন্বয়ক  রওশন আরা রুশোর সভাপতিত্বে এবং মুখপাত্র নীলা মল্লিকের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আবুল হোসাইন, মাহমুদুল হাসান নিজামী, নাসিমা বানু করিম, ইভা আলমাস, প্রফেসর ডক্টর সন্দীপক মল্লিক প্রমুখ। কাজী ছাব্বির বলেন, বর্তমান প্রেক্ষাপটে একটি পূর্ণাঙ্গ সাহিত্য মন্ত্রণালয় প্রতিষ্ঠা সরকারের জন্য ব্যয়বহুল মনে হলেও সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে সাহিত্যকে যুক্ত করে ‘সাহিত্য ও সংস্কৃতি মন্ত্রণালয়’ নামকরণের মাধ্যমে তা পরিচালনা করা সম্ভব। ইতোমধ্যেই এ বিষয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংস্কৃতি প্রতিমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ সচিব বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর