শনিবার, ১৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

রংপুরে জাপার দুই পক্ষ মুখোমুখি, আসিফের গাড়ি ভাঙচুরে রাঙ্গার কর্মীরা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় পার্টির (জাপা) মধ্যে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। নির্বাচনী গণসংযোগকালে জাপা চেয়ারম্যান জি এম কাদেরের ভাতিজা সাবেক এমপি হোসেন মকবুল শাহরিয়ার আসিফের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ সময় ৪-৫ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়। গতকাল বিকালে গঙ্গাচড়া উপজেলা সদরের ভুটকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। জাপা থেকে বহিষ্কৃত বর্তমান এমপি মসিউর রহমান রাঙ্গার নির্দেশে এ হামলা হয়েছে বলে দাবি করেন আসিফ। তবে এ দাবি অস্বীকার করেছেন রাঙ্গা। বর্তমানে দুই পক্ষই মুখোমুখি অবস্থানে রয়েছে। যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে গঙ্গাচড়া বাজারে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা গেছে, গঙ্গাচড়া আসনের এমপি জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত মসিউর রহমান রাঙ্গা। ওই আসনে এবার জাপা চেয়ারম্যান জি এম কাদেরের ভাতিজা সাবেক এমপি হোসেন মকবুল শাহরিয়ার আসিফ নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। এরই অংশ হিসেবে গতকাল বিকালে গণসংযোগে বের হন। আসিফের গণসংযোগের খবরে রাঙ্গার নেতা-কর্মীরা গঙ্গাচড়া বাজারে অবস্থান নিয়ে তার পক্ষে স্লোগান দিতে থাকেন। পাশাপাশি আসিফের গাড়িবহরকে গঙ্গাচড়া বাজারে ঢুকতে না দিয়ে সরকারি কলেজের সামনে থেকে বড়বিল ও আলমবিদিতর ইউনিয়নের দিকে যেতে বলা হয়। আসিফ তার গাড়িবহরে থাকা নেতা-কর্মীদের নিয়ে গঙ্গাচড়া সরকারি কলেজ হয়ে সদর ভুটকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গণসংযোগ করেন। পরে বড়বিল মন্থনার দিকে যাওয়ার সময় রাঙ্গার নেতা-কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ এবং আসিফের ওপর হামলা চালায়। এতে আসিফের দুটি গাড়ির কাচ ভেঙে যায়। এ সময় আসিফের নেতা-কর্মীরা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এ সময় ৪-৫ জন আহত হন।

হোসেন মকবুল শাহরিয়ার আসিফ বলেন, ‘স্থানীয় এমপি রাঙ্গা তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার ওপর হামলা চালিয়েছেন। আমার দুটি গাড়ির কাচ ভেঙে ফেলা হয়েছে। অপ্রীতিকর ঘটনা ঘটার কথা বলে আমাকে গঙ্গাচড়া বাজারে পুলিশ গণসংযোগ করতে দেয়নি।’

এ প্রসঙ্গে মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘আমি এখনো জাপার এমপি। অন্য কোনো দলে যাইনি। আসিফ আমার এলাকায় আমাকে বলে যেতে পারত। আমিই সঙ্গে করে নিয়ে যেতাম। আমাকে না জানিয়ে যাওয়ায় স্থানীয় জনগণ ক্ষুব্ধ হতে পারেন।’ তিনি আরও বলেন, ‘কার কত জনপ্রিয়তা রয়েছে তা নির্বাচনেই বোঝা যাবে।’

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, ‘মকবুল শাহরিয়ার আসিফের গণসংযোগে গাড়ির গ্লাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর