শনিবার, ১৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ডেঙ্গুর কার্যকর চিকিৎসা ও প্রতিরোধে কমিটি গঠন চসিকের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে দিন দিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এ সময় ডেঙ্গুর কার্যকর চিকিৎসা ও প্রতিরোধে ৩৩ সদস্যের কমিটি গঠন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। পাশাপাশি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কভিড ইউনিটকে ডেঙ্গু ওয়ার্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চসিকের গঠিত কমিটির প্রধান করা হয়েছে মেয়র রেজাউল করিম চৌধুরী ও সদস্য সচিব চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হাশেম। চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মহিউদ্দীন বলেন, চমেক হাসপাতাল কর্তৃপক্ষ যখন চাইবে তখন কভিড ওয়ার্ডকে ডেঙ্গু ওয়ার্ডে রূপান্তর করতে পারবে। আর কভিড ওয়ার্ডকে ডেঙ্গু ওয়ার্ড করা হলে সেখানে কভিড রোগী রাখা হবে না। তাদের চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে। চসিক জানায়, মশাবাহিত রোগ প্রতিরোধে কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিতকরণ ও ডেঙ্গু চিকিৎসা সহজ করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে ১১টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়াও মশার লার্ভা পাওয়া গেলে ভবন মালিককে জরিমানার আওতায় আনা হবে। 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর