শনিবার, ১৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

লাকসামে বিএনপির গাড়িবহরে হামলা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার লাকসামে বিএনপি নেতা-কর্মীদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে লাকসাম বাইপাস ও জংশন এলাকায় এ ঘটনা ঘটে। এতে ১০টি গাড়ি ভাঙচুর করা হয়। আহত হন অন্তত ২০ নেতা-কর্মী। আহতদের বেশির ভাগ কুমিল্লা উত্তর জেলা বিএনপির নেতা-কর্মী। হামলার সময় বাইপাস এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কুমিল্লা তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক ওসমান গনি ভূঁইয়া বলেন, আমরা নোয়াখালীতে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে যাত্রা করি। লাকসাম বাইপাস অতিক্রম করার সময় জয় বাংলা সেøাগান দিয়ে দুর্বৃত্তরা আমাদের গাড়িবহরে হামলা করে। এ সময় রামদা দিয়ে কুপিয়ে ১০-১৫টি গাড়ি ভাঙচুর করা হয়। আহত হন ২০-৩০ জন নেতা-কর্মী। মুরাদনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা মুজিবুল হক, কৃষক দলের মো. নায়েব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাছির আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফারুক আহমেদ বাদশা, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বশিরুল ইসলাম মোল্লা, কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক হেদায়েত হোসেন, কবির হোসেন, নবীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন, সালাউদ্দিন আহমেদ প্রমুখ আহত হন। তিনি আরও বলেন, দুপুর ১২টার পর নোয়াখালীর উদ্দেশে যাওয়া সবার গাড়িতে হামলা হয়েছে। কয়েক ঘণ্টা বাইপাসে দাঁড়িয়ে হামলা চালালেও প্রশাসন কোনো ভূমিকা নেয়নি।

লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ বলেন, লাকসাম বাইপাস বা জংশন এলাকায় হামলার কোনো ঘটনা শুনিনি। কেউ আমাদের কাছে অভিযোগও করেনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর