শনিবার, ১৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

রাজধানীতে বিএনপির পদযাত্রার রোডম্যাপ

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে দুই দিনের পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সে লক্ষ্যে ঢাকা মহানগরীতে পদযাত্রার রোডম্যাপ প্রকাশ করেছে দলটি। কর্মসূচি অনুযায়ী আগামী মঙ্গলবার সকাল ১০টায় গাবতলী থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার মোড়ে (বাহাদুর শাহ পার্ক) গিয়ে বিকাল ৪টায় পদযাত্রা শেষ হবে। গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, গাবতলী থেকে পদযাত্রা শুরু করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। পরে মগবাজার থেকে যুক্ত হবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। পদযাত্রা যে রোড দিয়ে যাবে তা হলো-গাবতলী, শ্যামলী, আগারগাঁও, বিজয় সরণি, কাওরান বাজার, এফডিসি, মগবাজার, মালিবাগ, কাকরাইল, নয়াপল্টন (পার্টি অফিস), ফকিরাপুল, মতিঝিল (শাপলা চত্বর), ইত্তেফাক মোড়, দয়াগঞ্জ, রায়সাহেব বাজার মোড় (বাহাদুর শাহ পার্ক)। একই দাবিতে পরের দিন বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উত্তরার আবদুুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী চৌরাস্তা) পর্যন্ত পদযাত্রা হবে।

 আবদুুল্লাহপুর থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপি পদযাত্রা করবে। রামপুরা ব্রিজে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যুক্ত হবে। পরে আবদুুল্লাহপুর-বিমানবন্দর-কুড়িল বিশ্বরোড-নতুন বাজার-বাড্ডা-রামপুরা ব্রিজ-আবুল হোটেল-খিলগাঁও-বাসাবো-মুগদাপাড়া-সায়েদাবাদ-যাত্রাবাড়ী (চৌরাস্তা) গিয়ে শেষ হবে। এ ছাড়া আগামী ১৮ জুলাই দেশের সব জেলা ও মহানগরীতে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পদযাত্রা হবে। পদযাত্রা কর্মসূচি সফল করতে বিএনপি ও অঙ্গ-সংগঠনসহ দেশের সব শ্রেণি-পেশার মানুষকে বিএনপির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর