বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩ ০০:০০ টা

বরিশালে নদীর পানি বিপৎসীমার ওপরে, লালমনিরহাটে উন্নতি

প্রতিদিন ডেস্ক

বরিশালে নদীর পানি বিপৎসীমার ওপরে, লালমনিরহাটে উন্নতি

বরিশাল বিভাগের চারটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে লালমনিরহাটে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর-

বরিশাল : বরিশাল বিভাগের বিভিন্ন নদীর পানি আরও বেড়েছে। গতকাল দুপুরে বরিশাল বিভাগের ভোলার তজুমুদ্দিনে সুরমা ও মেঘনা নদীর পানি আগের দিনের চেয়ে বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। অপরদিকে দৌলতখান পয়েন্টে এই দুই নদীর পানি বিপৎসীমার (২.৭৫ মিটার) ৪ সেন্টিমিটার ওপর দিয়ে, হিজলার ধর্মগঞ্জ নদীর পানি বিপৎসীমার (২.৫০ মিটার) ৪ সেন্টিমিটার ওপর দিয়ে এবং পাথরঘাটা পয়েন্টে বিষখালী নদীর পানি বিপৎসীমা (১.৮৫ মিটার) ছুঁয়ে প্রবাহিত হয়েছে। এ ছাড়া বলেশ্বর নদের পানি গতকাল দুপুর দেড়টায় বিপৎসীমার (১.৪৯ মিটার) ১ সেন্টিমিটার নিচ দিয়ে, বুড়িশ্বর নদে পানি বাকেরগঞ্জ পয়েন্টে বিপৎসীমার (১.৮৪ মিটার) নিচ দিয়ে, বিষখালী নদীর পানি ঝালকাঠি পয়েন্টে বিপৎসীমার (১.৪০ মিটার) ৯ সেন্টিমিটার নিচ দিয়ে, বেতাগী পয়েন্টে বিষখালী নদীর পানি বিপৎসীমার (১.৬৮ মিটার) ৪ সেন্টিমিটার নিচ দিয়ে, উমেদপুর পয়েন্টে কঁচা নদীর পানি বিপৎসীমার (১.৬৫ মিটার) ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।

লালমনিরহাট : লালমনিরহাটের তিস্তা নদীর পানি বিপৎসীমার ৫৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা-ধরলা নদীর তীরবর্তী এলাকার লোকজন বন্যার আশঙ্কা করছেন না। তবে পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই রাস্তাঘাট ভেঙে গিয়ে বেড়েছে দুর্ভোগ। গতকাল দুপুর ১২টা থেকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় ৫১ দশমিক ৫৮ মিটার। যা (বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার) যা বিপৎসীমার ৫৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

ইতিপূর্বে পানির প্রবাহ বেড়ে যাওয়ায় তিস্তা নদীর তীরবর্তী লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম, হাতীবান্ধা উপজেলার সানিয়াজান, গড্ডিমারী, সিন্দুর্ণা, পাটিকাপাড়া, সিংগিমারী, ডাউয়াবাড়ী, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, কাকিনা, আদিতমারী উপজেলার মহিষখোচা, পলাশী, লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর, গোকুন্ডা ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার বলেন, তিস্তার পানির প্রবাহ কমেছে। বর্তমানে তিস্তা ব্যারাজের সবগুলো জলকপাট খোলা রয়েছে। তবে ভারতে পানির প্রবাহ কমে গেলে তিস্তার পানি আরও কমবে বলে জানান তিনি।

এদিকে ধরলা নদীর শিমুলবাড়ী পয়েন্টে পানি সমতল ২৯.৭০ মিটার (বিপৎসীমা ৩১.০৯ মিটার) যা বিপৎসীমার ১৩৯ সেন্টিমিটার নিচে। এ ছাড়াও ধরলা নদী কবলিত মোগলহাট, কুলাঘাট ও বড়বাড়ী ইউনিয়নে প্লাবিত এলাকায় স্বাভাবিক অবস্থা ফিরেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর