বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩ ০০:০০ টা

সূচকের উত্থান শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

আগের দুই দিন পতন হলেও ফের সূচকের উত্থান হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হওয়ার বেশির ভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে। পাশাপাশি বেড়েছে দুই বাজারেই প্রধান মূল্যসূচক।

দিনের লেনদেন শেষে সব খাত মিলে ডিএসইতে ১১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬৫টির। আর ১৮৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৬৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে লেনদেনের পরিমাণ কমে হয়েছে ৮৭৭ কোটি ৩৫ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ৪৪ কোটি ৫৬ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ১৬৭ কোটি ২১ লাখ টাকা। টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফু-ওয়াং ফুডের শেয়ার। কোম্পানিটির ৪৮ কোটি ২৮ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা খান সি পার্ল বিচ রিসোর্টের ৩৭ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩৬ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে আরডি ফুড। সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২১৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৮১টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৫৩টির এবং ৮৪টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১০ কোটি ৫৩ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১৫ কোটি ৪৩ লাখ টাকা।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর