শিরোনাম
বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩ ০০:০০ টা

‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন কবি আসাদ চৌধুরী

নিউইয়র্ক বাংলা বইমেলা

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

চার দিনব্যাপী নিউইয়র্ক বাংলা বইমেলা শেষ হয়েছে ১৭ জুলাই। শেষ দিনে জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টার ছিল লোকে-লোকারণ্য। ৩২তম এ আসরে বাংলাদেশ থেকে ২৫টি প্রকাশনা সংস্থা এবং যুক্তরাষ্ট্রের ১০টি প্রতিষ্ঠান অংশ নেয়। আগের তুলনায় এবার বেশি স্টল ছিল। বিক্রিও হয়েছে প্রায় লাখ ডলার। এবার মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার পেয়েছেন কবি বীর মুক্তিযোদ্ধা আসাদ চৌধুরী। মেলার তৃতীয় দিন সন্ধ্যায় কবি আসাদ চৌধুরীর পক্ষে ক্রেস্ট ও তিন হাজার ডলার প্রাইজমানি গ্রহণ করেন তাঁর সহধর্মিণী সাহানা চৌধুরী ও কন্যা নুসরাত জাহান চৌধুরী। পুরস্কারটি তুলে দেন জিএফবি গ্রুপের চেয়ারম্যান গোলাম ফারুক ভূঁইয়া। বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা সংস্থা থেকে ‘চিত্তরঞ্জন সাহা শ্রেষ্ঠ প্রকাশনা’ পুরস্কার পেয়েছে নালন্দা ও কথাপ্রকাশ।এটি তুলে দেন সমাজসেবী বীর মুক্তিযোদ্ধা ডা. জিয়াউদ্দিন আহমেদ।

যুক্তরাষ্ট্র ছাড়াও, কলকাতা, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি ও লন্ডন থেকে লেখক-পাঠকরা যোগ দেন অনুষ্ঠানে। ৩২তম নিউইয়র্ক বাংলা বইমেলার আহ্বায়ক ড. আবদুন নূর বলেন, চার দিন সবাই মিলে একটি পরিবারের মতো ছিলাম। যারা এসেছেন মেলায় বেশির ভাগই পরিবার নিয়েই এসেছিলেন। এ মিলনমেলা ভেঙে যাওয়ায় খারাপ লাগছে। একই সঙ্গে ভালো লাগছে মেলাটি সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন হয়েছে বলে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর